আজকের নামাজের সময়-সূচীঃ
আপডেটঃ ১১:২৩ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
“নিশ্চয়ই নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃস্টিতে, দিন ও রাতের পরিবর্তনে, নৌ-পথে জাহাজ সমূহের চলাচলে-যাতে রয়েছে মানুষের জন্য কল্যাণ।মৃত পৃথিবীকে সঞ্জীবিত করণে, তাতে নানাবিধ জীব-জন্তু সঞ্চারিত করার জন্য আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন।বায়ুরাশির গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চিত মেঘের সঞ্চারণে সত্যি সত্যিই জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৬৪।
আজ রবিবার, ২৮ রজব, ১৪৪৪ হিজরিঃ ০৬ ফাল্গুন, ১৪২৯ বাংলাঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর | ০৫ : ১৩ এ এম. |
জোহর | ১২: ১২ এ এম. |
আসর | ০৪ : ১৯ পি এম. |
মাগরিব | ০৫ : ৫৬ পি এম. |
ঈশা | ০৭ : ১২ পি এম. |
সূর্যোদয় : ০৬ : ২৯ এ এম. — সূর্যাস্ত : ০৫ : ৫৬ পি এম।
IPCS News : Dhaka :