আজকের নামাজের সময়-সূচীঃ
আপডেটঃ ১১:৫৫ পূর্বাহ্ণ | জানুয়ারি ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
“আর তুমি যেখান হতেই নিস্ক্রান্ত হও – তোমার মুখ পবিত্রতম মসজিদের দিকে ফিরাও এবং যে যেখানে আছ তোমাদের মুখমন্ডল তদ্দিকেই প্রত্যাবর্তিত কর যেন অত্যাচারীরা ব্যতীত অপরে তোমাদের সাথে বিতর্ক করতে না পারে।অতএব তোমরা তাদেরকে ভয় করোনা, বরং আমাকেই ভয় কর যেন আমি তোমাদের উপর আমার অনুগ্রহ পূর্ণ করি, এবং যেন তোমরা সুপথ প্রাপ্ত হও”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৫০।
আজ সোমবার, ২৩ জমাঃ সানি, ১৪৪৪ হিজরিঃ ০২ মাঘ, ১৪২৯ বাংলাঃ ১৬ জানুয়ারি, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর | ০৫ : ২৪ এ এম. |
জোহর | ১২: ০৮ এ এম. |
আসর | ০৩ : ৫৭ পি এম. |
মাগরিব | ০৫ : ৩৩ পি এম. |
ঈশা | ০৬ : ৫২ পি এম. |
সূর্যোদয় : ০৬ : ৪৩ এ এম. — সূর্যাস্ত : ০৫ : ৩৩ পি এম.
IPCS News : Dhaka :