আজকের নামাজের সময়সূচীঃ
আপডেটঃ ১১:০৯ পূর্বাহ্ণ | জুন ০৭, ২০২২
নিউজ ডেস্কঃ
“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।
“অতঃপর আদম স্বীয় রাব্ব হতে কতিপয় বাণী শিক্ষা লাভ করল, আল্লাহ তখন তার প্রতি কৃপা দৃষ্টি দিলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, করুনাময়”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত- ৩৭।
“আমি বললামঃ তোমরা সবাই এখান থেকে নীচে নেমে যাও, অনন্তর আমার পক্ষ হতে তোমাদের নিকট যে উপদেশ উপস্হিত হবে-যারা আমার সেই উপদেশ অনুসরণ করবে বস্তুতঃ তাদের কোনই ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত- ৩৮।
আজ মঙ্গলবার, ০৭ জিলক্বদ, ১৪৪৩ হিজরিঃ ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বাংলাঃ ৭ জুন, ২০২২ ইংরেজী।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর | ০৩ : ৪৩ এ এম. |
জোহর | ১১ : ৫৭ এ এম. |
আসর | ০৪ : ৩৭৮পি এম. |
মাগরিব | ০৬ : ৪৪ পি এম. |
ঈশা | ০৮ : ১১ পি এম. |
সূর্যোদয় : ০৫ : ১০ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৪৪ পি এম.
IPCS News : Dhaka :