সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজকের নামাজের সময়সূচীঃ

আপডেটঃ ১১:৫৬ পূর্বাহ্ণ | মে ১৯, ২০২২

নিউজ ডেস্কঃ

“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।

“নিশ্চয়ই আল্লাহ মশা অথবা তদপেক্ষা ক্ষুদ্রতর দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জাবোধ করেননা।সুতরাং যারা ঈমান এনেছে তারাতো বিশ্বাস করবে যে, এ উপমা তাদের রবের পক্ষ হতে খুবই স্হানোপযোগী হয়েছে।

আর যারা কাফির সর্বাবস্হায় তারা এটাই বলবে যে, এসব নগণ্য বস্ত্তুর উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্যই বা কি ?

তিনি এ দ্বারা অনেককে বিপথগামী করেন এবং এর দ্বারা অনেককে সঠিক পথ প্রদর্শন করেন।আর এর দ্বারা তিনি শুধু ফাসিকদেরকেই বিপথগামী করে থাকেন”।

আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-২৬।

আজ বৃহস্পতিবার, ১৭ শাওয়াল, ১৪৪৩ হিজরিঃ ০৫ জ্যৈষ্ঠ ১৪২৯ বাংলাঃ ১৯ মে, ২০২২ ইংরেজী।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ

ফজর০৩ : ৫০ এ এম.
জোহর১১ : ৫৫ এ এম.
আসর০৪ : ৩৪ পি এম.
মাগরিব০৬ : ৩৬ পি এম.
ঈশা০৮ : ০০ পি এম.

সূর্যোদয় : ০৫ : ১৪ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৩৫ পি এম.

IPCS News : Dhaka :