সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজকের নামাজের সময়সূচীঃ

আপডেটঃ ১২:১৫ অপরাহ্ণ | মে ১৮, ২০২২

নিউজ ডেস্কঃ

“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।

“এবং যারা বিশ্বাস স্হাপন করেছে ও সৎ কার্যাবলী সম্পাদন করে থাকে, তাদের কে সুসংবাদ প্রদান কর যে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে, যখনই সেখানে তাদেরকে খাবার হিসেবে ফলপুঞ্জ প্রদান করা হবে তখনই তারা বলবেঃ, আমাদের তো এটা পুবেই প্রদত্ত হয়েছিল, বস্তুতঃ তাদেরকে একই সদৃশ ফল প্রদান করা হবে, এবং তাদের জন্য তন্মধ্যে শুদ্ধা সহধর্মিনীগন রয়েছে, এবং তন্মধ্যে তারা চিরকাল অবস্হান করবে”।

আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-২৫।

আজ বুধবার, ১৬ শাওয়াল, ১৪৪৩ হিজরিঃ ০৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বাংলাঃ ১৮ মে, ২০২২ ইংরেজী।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ

ফজর০৩ : ৫১ এ এম.
জোহর১১ : ৫৫ এ এম.
আসর০৪ : ৩৪ পি এম.
মাগরিব০৬ : ৩৫ পি এম.
ঈশা০৭ : ৫৯ পি এম.

সূর্যোদয় : ০৫ : ১৫ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৩৫ পি এম.

IPCS News : Dhaka :