আজকের নামাজের সময়সূচিঃ ২০২৩
আপডেটঃ ১১:৪৯ পূর্বাহ্ণ | মে ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
“তারা তোমাকে নতু চাঁদসমূহ সম্বন্ধে জিজ্ঞাসা করছে।তুমি বলঃ এ গুলো হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সময় সমূহ (মাস সমূহ) নির্ধারণ (গণনা বা হিসাব) করার মাধ্যম এবং হজ্জ্বের জন্য ; আর (ঐ হজ্জ্বের চাঁদ) তোমরা যে পশ্চাৎ দিক দিয়ে গৃহে প্রবেশ কর এটি পুণ্যের কাজ নয়, বরং পুণ্যের কাজ হলো যে ব্যাক্তি সংযমশীলতা অবলম্বন করলো।এবং তোমরা গৃহসমূহে ওগুলির দরজা দিয়ে প্রবেশ কর এবং আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সুফল প্রাপ্ত হও”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৮৯।
আজ রবিবার, ৩০ শাওয়াল, ১৪৪৪ হিজরিঃ ৭ জৈষ্ঠ, ১৪৩০ বাংলাঃ ২১ মে, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর — ভোরঃ ০৩ : ৪৯ এ এম.
যোহর —দুপুরঃ ১১ : ৫৫ পি এম.
আছর — বিকেলঃ ০৪ : ৩৪ পি এম
মাগরিব — সন্ধ্যাঃ ০৬ : ৩৬ পি এম.
ঈশা — রাতঃ ০৮ : ০১ পি এম.
সূর্যোদয়ঃ ০৫ : ১৪ এ এম.
সূর্যাস্তঃ ০৬ : ৩৬ পি এম.
IPCS News : Dhaka :