সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শেষ

আপডেটঃ ৩:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে।আখেরী মুনাজাতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। মুনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি ও তাবলীগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা মোঃ ইদ্রিস।সকাল ১১টা ৩ মিনিটে শুরু হয়ে সকাল ১১টা ২০ মিনিটে মুনাজাত শেষ হয়।১৭ মিনিটের মুনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানদের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।শনিবার (২ এপ্রিল) সকাল থেকে দিনাজপুর শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত পূণর্ভবা নদীর বক্ষে জেগে উঠাচরে কাঞ্চন সেতুর দক্ষিণে ইজতেমা মাঠে সমবেত হন লক্ষাধিক মানুষ।বেলা সাড়ে ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও নদীর দুইপাড় লোকে লোকারন্য হয়ে ঊঠে।নদীর গর্ভের মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

মুনাজাতে অংশগ্রহণকারী সাধারণ মানুষের দাবী দিনাজপুরে নদীগর্ভে ইজতেমা মাঠে এই প্রথম সবচেয়ে বড় জমায়েত অনুষ্ঠিত হয়েছে।আখেরী মুনাজাতে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিবৃন্দ দাবী করেছেন।শহরের অধিকাংশ দোকানী দোকানপাট বন্ধ করে মুনাজাতে অংশগ্রহণ করেন।

মুনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন।এছাড়া দিনাজপুর সদর, বিরল উপজেলাসহ আশপাশের অন্যান্য উপজেলা হতে আগত নারী, পুরষ ও শিশুসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন।

শনিবার (২ এপ্রিল) ইজতেমার শেষ দিন বাদ ফজর বয়ান করেন দিনাজপুর তাবলীগ জামাতের আমীরে ফায়সাল ও জেলা ইজতেমা পরিচালনা কমিটির জিম্মাদার (দায়িত্বশীল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল হাকিম।

এছাড়া হেদায়েতী বয়ান পেশ করবেন ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন ও মাওলানা মোঃ সাইফুর রহমান।হেদায়েতী বয়ানের পর মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বয়ান করেন কাকরাইলের আরেক জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা মোঃ ইদ্রিস।সংক্ষিপ্ত বয়ানের পর মুনাজাত রিচালনা করেন মাওলানা মোঃ ইদ্রিস।

সকাল ১১টা ৩ মিনিটে শুরু করে সকাল ১১ টা ২০ মিনিটে মুনাজাত শেষ করেন তিনি।১৭ মিনিটের মুনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।মুনাজাতের আগে সংক্ষিপ্ত বয়ানে মাওলানা মোঃ ইদ্রিস বলেন, আজাদীর নাম সম্মান নয়, গোলামীর নাম সম্মান।

তাই দুনিয়ার কাবিয়াবী ও আখেরাতের নাজাতের জন্য মানুষকে আল্লাহর গোলামী করতে হবে।তবে মানুষ দুনিয়া ও আখেরাতে কামিয়াব বা সফল হবে।এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ইজতেমা মাঠের চার পাশে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন ছিল।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মত দিনাজপুরে ৩দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।