সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র রুখতে হবে: নুরুল হক নুর

আপডেটঃ ১২:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, যা পুনরায় হতে দেওয়া যাবে না।মিরপুর ১০ সিটি কর্পোরেশন অফিসের পাশে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, আমাদের স্বাধীনতার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে, কিন্তু কেউ কেউ আজ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করছে।আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকব।আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না।নুরুল হক অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া গুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে এবং এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ পরিস্থিতি তৈরির ইঙ্গিত দেয়।তিনি দুই দেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের পতনের পর যদি নব্য চাঁদাবাজদের উত্থান ঘটে, তাহলে দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব হবে না।জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করতে হবে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে।গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, “শেখ হাসিনা ১৫ বছর ধরে দেশকে ভারতের কাছে বর্গা দিয়েছেন।আগস্টে তিনি ভারতে পালিয়ে গেছেন।

আমাদের জনগণ ভারতের ষড়যন্ত্র ও শেখ হাসিনার যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে প্রস্তুত।সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান।আরও বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন নেতারা।সভায় উপস্থিত নেতারা জনগণকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকার তাগিদ দেন।

IPCS News : Dhaka :