আওয়ামীলীগের গুন্ডা বাহিনী কর্তৃক বাড়ি ভাঙচুর লুটতরাজ মারধর থানায় অভিযোগ
আপডেটঃ ১১:১৭ পূর্বাহ্ণ | নভেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর শহরের নিমনগর ১৭ নং রেলগেট সংলগ্ন এলাকায় সাংবাদিক মো. জাহিদ হোসেনের বাড়িতে স্বৈরাচারী আওয়ামীলীগের গুন্ডা বাহিনী কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। গত ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে ভাঙচুর, লুটতরাজ ও মারধরের ঘটনা ঘটে, যা নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন গত ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে অভিযুক্ত মৃত আব্দুল হালিমের পুত্র মো. শাহীন আলম, স্ত্রী মোছা. শরিফা বেগম, এবং মোছা. সানজু খাতুনসহ ১০-১৫ জনের একটি দল শালিসের নামে জাহিদ হোসেনের বাড়িতে প্রবেশ করে, দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ২টি মোবাইল (স্যামসাং ও হুয়াওয়ে) এবং অন্যান্য ম‚ল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এমনকি বাড়ির সদস্যদের শারীরিকভাবে আঘাতও করা হয়। জাহিদ হোসেন আরও বলেন, এক পর্যায়ে আমি ও আমার স্ত্রীর চিৎকারে প্রতিবেশী ছুটে আসলে গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
জাহিদ হোসেন, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি জানান, “বিবাদীগণ আওয়ামীলীগের স্থানীয় নেতৃস্থানীয় সদস্য এবং দাদন ব্যবসায়ী। তাদের হুমকির কারণে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।” স্থানীয়দের মতে, হামলাকারীরা স্বৈরাচারী আওয়ামীলীগের গুন্ডা বাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান এই প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।