অস্ত্র মামলায় ৭ দেহরক্ষীসহ জি কে শামীমের যাবজ্জীবন কারাদন্ড
আপডেটঃ ৩:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০২২
নিউজ ডেস্কঃ
অস্ত্র আইনের মামলায় সর্বোচ্চ সাজা হয়েছে যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর।ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম রায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।রোববার দুপুরে রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হয়।
২০১৯ সালে গ্রেফতারের পর এই প্রথম জি কে শামীমের বিরুদ্ধে কোনো মামলার রায় হলো।রায় চলাকালীন সময়ে ৭ দেহরক্ষীসহ জি কে শামীম আদালতে উপস্থিত ছিলেন।দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র্যাব।
ওই ভবন থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয়।শামীম ও তার সাত দেহরক্ষীকে তখনই গ্রেফতার করে পরদিন তাদের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা দায়ের করে র্যাব।
অস্ত্র ও মুদ্রা পাচার মামলায় সবাইকে আসামি করা হলেও মাদক আইনের মামলায় শুধু শামীমকে আসামি করা হয় এবং প্রতিটি মামলাতেই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা বাহিনী।প্রভাবশালী ঠিকাদার হিসেবে রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পরিচিত ছিলেন শামীম।
র্যাব সদর দপ্তর, সচিবালয়, হাসপাতালের নতুন ভবনসহ অন্তত ২২টি নির্মাণ প্রকল্পের প্রায় ৬ হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ ছিল শামীমের প্রতিষ্ঠান জিকে বিল্ডার্সের হাতে।
IPCS News : Dhaka :