সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অবৈধ ভাবে মজুদকৃত ডিজেল কালো-বাজারে বিক্রি-কালে ট্যাংকলরীসহ ০২ জন গ্রেফতার।

আপডেটঃ ২:১১ অপরাহ্ণ | অক্টোবর ০১, ২০২২

নিউজ ডেস্কঃ

অবৈধ ভাবে মজুদ-কৃত ২১৬০ লিটার ডিজেল কালো-বাজারে বিক্রিকালে, বিক্রির নগদ ৪৩০০০ টাকা, ট্যাংক লরীসহ ০২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩০/০৯/২০২২ তারিখ বাসন থানাধীন নাওজোড় এলাকায় চেকপোস্ট করে ১.১০ ঘটিকার সময় ২০০০ লিটার ডিজেল ভর্তি ০১ টি ট্যাংক লরী ট্রাক, যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ঢ ৪২-০১৭৮, এবং নগদ ৪৩০০০ টাকা সহ আসামি ওমর ফারুক বাবু (৪৩) পিতা:- আব্দুর রহমান, সাং-শফিপুর, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর) ও মোখলেসুর রহমান (৩৮), পিতা মৃতঃ দবির উদ্দিন মন্ডল, সাং-পশ্চিম ঝটিয়ারপাড়া, থানা-মাদারগঞ্জ, জেলা জামালপুর; কে গ্রেফতার করা হয়।পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে জিএমপি সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ সেলিম মিয়া (২৮) এর দোকান হতে আরও ১৬০ লিটার ডিজেল ভর্তি ০১ টি ড্রাম ও ০১ টি ডিজেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।

আসামিরা দীর্ঘ্যদিন যাবত অবৈধ পন্থায় ডিজেল জাতীয় দাহ্য পদার্থ মজুদ করে কালো-বাজারে বিক্রয় করে আসছিল।উপরোক্ত বিষয়ে বাসন থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

IPCS News : Dhaka :