অবশেষে চিত্রনায়িকা পরীমনি জামিন পেলেন
আপডেটঃ ৫:০৯ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০২১
নিউজ ডেস্কঃ
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি মাদক অবশেষে মামলায় জামিন পেলেন।৩১আগস্ট মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন।র্যাব গত ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পরের দিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়।পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য, উদ্ধারের কথা বলা হয় জব্দ তালিকায়।মামলার তদন্ত সংস্থা সিআইডি পরীমনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।পরিশেষে গত ১৯ আগস্ট আদালত পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।২১ আগস্ট আদালতে হাজির করা হলে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হলে আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
পরীমনির আইনজীবী পর দিন আরেক দফা আবেদনে দ্রুত শুনানির’ আবেদন করেন।তাতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিনেরও আবেদনকরা হয়।২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন হাইকোর্ট বেঞ্চ।
আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।সেই সঙ্গে ২২ আগস্ট পরীমনি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।
১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয় মহানগর দায়রা জজ আদালতকে।আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
IPCS News Report : Dhaka: