সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেয়া অপহরণকারী ৫ সদস্য গ্রেফতার

আপডেটঃ ১২:৪৫ অপরাহ্ণ | জুন ২৬, ২০২৩

দিনাজপুরে:– দিনাজপুরে কতিপয় দুষ্কৃতকারী সাধারণ অসহায় নিরীহ মানুষকে অপহরণ করে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে খারাপ নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়া অপহরণকারীর ৫সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ।২৩ জুন শুক্রবার দুপুর ৩ টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জিন্নাহ আল মামুন।প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকা থেকে ব্যবসায়ী কামরুল হাসান (৩৯) কে অপহরণ করে নিয়ে গিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে এক খারাপ মেয়ের সাথে অশ্লীল ভিডিও ধারণ করে তার কাছ থেকে ৫লক্ষ টাকা মেঘনা ব্যাংক লিমিটেড এ ট্রান্সফার করে নেয়া দুষ্কৃতিকারীর ৫ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃত আসামীরা হলেন দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে সম্রাট (৩৫), রামনগর এলাকার মতিয়ার রহমানের ছেলে মনসুর রহমান মামুন (৪৩), একই জায়গার মদিনা মসজিদ এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. বাবু মিয়া (৩২), গোলাপবাগ এলাকার আব্দুল বারীর ছেলে আতিকুল ইসলাম (৪৫) এবং গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. হারুন অর রশিদ হারুন (২৬)।

দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইন চার্য তানভীরুল ইসলাম বলেন, গত ১৯ জুন দিনাজপুর বিরল উপজেলার মকলেছার রহমানের ছেলে কামরুল হাসান দিনাজপুর সদরে তার প্রয়োজনীয় কাজ শেষ করে বিরল উপজেলায় তার বাড়ি ফেরার পথে দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকায় পৌঁছলে সেখানে ওৎপেতে থাকা ৮/১০জন ছিনতাইকারী সিনেমা স্টাইলে তার মটর সাইকেলের গতিরোধ করে তাকে অপহরণ করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে আটক করে রাখে।

এ পর্যায়ে মৃত্যুর ভয় দেখিয়ে বেদম মারপিট করে তার কাছ থেকে ৫লক্ষ্য তেত্রিশ হাজার টাকা মেঘনা ব্যাংক লিঃর তাদের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়।ঘটনাটি যেন কাউকে না বলে ভয় দেখিয়ে একজন পতিতা মহিলার সাথে কামরুল হাসানের অশ্লীল ভিডিও ও স্থির চিত্র ধারণ করে রাখে।

এবং আইনের আশ্রয় নিলে এই ভিডিও ও স্থির চিত্র সামজিক যোগাযোগ মাধ্যমসহ তার নিকট আত্মীয় স্বজনের কাছে প্রেরণ করা হবে বলেও হুমকি প্রদান করে।অপহৃত কামরুল ইসলাম অপহরণকারীদের নিকট থেকে মুক্তি পাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে নিয়ে আসলে পুলিশ তাৎক্ষণিক ভাবে মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে মেঘনা ব্যাংকের টাকা উত্তোলনের সময় ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ এবং অ্যাকাউন্ট নাম্বার চেক করে পুলিশ অপহরণকারীর ৫সদস্যকে আটক করতে সক্ষম হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন আরো জানান যে এই দুষ্কৃতকারী চক্রটি বিভিন্ন সময় সাধারণ মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে এদের সাথে সম্পৃক্ত কিছু খারাপ মহিলাদের দিয়ে বিভিন্ন অংগ ভঙ্গির অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেয়।লোক লজ্জার ভয়ে তাদের দাবিকৃত অর্থ দিয়ে নীরবে সহ্য করে নেয় তাদের এই অপরাধ।

এই চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি,ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।আটককৃত আসামিদের ৫ সদস্যদের কাছ থেকে পৃথক পৃথক ভাবে আরো অনেক তথ্য উপাত্ত জানার জন্য আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

  IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।