সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালঃ

আপডেটঃ ১২:২১ অপরাহ্ণ | নভেম্বর ২০, ২০২১

নিউজ ডেস্কঃ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপির গণ-অনশনের ব্যাপারে কিছু বলা বা করার নেই।কিন্তু কেউ রাস্তায় নেমে অনশনের নামে অরাজকতা করলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।গতকাল শুক্রবার বিকালে ফার্মগেটের পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বলেন, আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।আইনমন্ত্রী বিদেশের যাওয়ার বিষয়ে আইনের ব্যাখ্যাও দিয়েছেন।আমরাও চাই খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোন-কিন্তু তা দেশের প্রচলিত যে আইন অনুযায়ী।বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ রাজধানীসহ সারা দেশে গণঅনশনের কর্মসূচি পালনের ঘোষণা দেয়।গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

IPCS News : Dhaka :