অংশীজনের সভায় অধি-দপ্তরের মহা-পরিচালক অগ্নি নিরাপত্তা বৃদ্ধিতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন
আপডেটঃ ৭:২২ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২২
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী অগ্নি-নিরাপত্তা বৃদ্ধিতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধি-দপ্তরের
মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।তিনি ১৬ মার্চ ফায়ার সার্ভিস সদর
দপ্তরের সম্মেলন কক্ষে অংশীজনের অংশগ্রহণে (বিভিন্ন স্টেক হোল্ডারদের) আয়োজিত সভায় এ কথা বলেন।অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ওয়াসা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ মোট ১৮টি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সকাল ১১টায় অংশীজনের অংশগ্রহণে শুরু হওয়া এ সভায় সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব (শৃঙ্খলা-১ ও ২ শাখা) জনাব আফরোজা আক্তার রিবা অংশগ্রহণ করেন।তিনি তাঁর বক্তব্যে এ ধরনের আয়োজনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কর্মজীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার থাকার সময় তিনি সকলকে ফায়ার সার্ভিসের মতো ত্বরিত সাড়া প্রদানের পরামর্শ দিতেন।তিনি সেবা প্রদানের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অংশীজনেরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্তমান সেবাকাজের প্রশংসা করে মুক্ত আলোচনায় অংশ নেন।তারা নিয়মিত বিরতিতে এ ধরনের সভা আয়োজন এবং সকল সেক্টরের প্রতিনিধিদের পর্যায়ক্রমে সভায় আহ্বান জানানোর অনুরোধ জানান।তারা দেশের অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কার্যক্রমকে আরো গণমুখী করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো : শিক্ষা কারিকুলামে অগ্নি-নিরাপত্তার বিষয় অন্তর্ভুক্ত করণ, গণসংযোগ-মহড়া-প্রশিক্ষণ ও পরিদর্শন নিয়মিত ভাবে সম্পন্ন করা সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরো জোরদার করা, অগ্নিনিরাপত্তা আইন ভঙ্গকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং জোরদার করা ইত্যাদি।
অনুষ্ঠানের সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব হাবিবুর রহমান উন্মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন এবং সকলের জানতে চাওয়া বিভিন্ন তথ্য, মতামত ও প্রশ্নের জবাব দেন।এ সময় অন্য পরিচালকগণ তাঁকে সহযোগিতা করেন।অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, দেশে অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে সরকারের পক্ষে মূল কাজ করে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।তবে এর জন্য সকলের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।সকল সংস্থা নিজ নিজ জায়গা থেকে এ বিষয়ে সচেতন ও সতর্ক হলে এবং কার্যকর উদ্যোগ গ্রহণ কেরলে সামগ্রিক ভাবে অগ্নিনিরাপত্তা জোরদার হবে।
তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জনবল ও আধুনিক সরঞ্জাম দিয়ে সমৃদ্ধ করায় বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে কর্নেল মোঃ রেজাউল করিম বক্তব্য দেন।এসময় ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।